adsterra.com

কি ঘটছে চারপাশে ? দায়িত্ব কার ? দায়ী কে?

প্রথম ঘটনা !
নিজের বোনকে নিয়ে বেরিয়েছেন!
প্রতিমধ্যে ডাকাত পড়লো। সব লুটে নিলো আপনার কাছ থেকে। আবার যাবার সময় আপনার আদরের বোনটিকে উঠিয়ে নিয়ে গেলো। দুদিন হলো আপনি তার খুজ পাননি । 

কেমন লাগবে? 
নিজেকে সান্তনা দিতে পারবেন? 

তেমনি  একটি হৃদয়বিদারক ঘটনা ঘটলো গত ২৯ আগষ্ট ২০১৮ এ সিলেটের কোম্পানীগঞ্জ-তেলিখাল সড়কে। ডাকাতরা সবার সবকিছু লুণ্ঠন করে নিয়ে গেলো। যাবার সময় একটি অটোরিক্সায় থাকা একজন তরুনী বোনকে তুলে নিয়ে গেলো। খুঁজ মিলেনি। 

সে পরিবারের আজ কেমনে সময় কাটছে ?
ভাবতে পারেন !
আমার তো গা শিউরে উঠছে....

২য় ঘটনা !
আমার পরিচিত এক আত্মীয়ের পাশের বাড়ীতে থাকতেন এক মধ্যবয়সী মহিলা। স্বামী বিদেশ থাকেন। তার সৎ সন্তানরা প্রায়ই বন্ধুদের নিয়ে বাসায় আড্ডা দিতো। মদ্যপান করতো বাসার ছাদে বসে। 

একদিন ওরা আগে থেকেই লুকিয়ে মহিলার ঘরে অবস্থান নেয়। মহিলাটি ঘরে শুয়ার পর ওরা তাকে অমানুষিক যৌন নির্যাতন করে হত্যা করে। সকালে পাশের বাড়ীর মানুষ দেখতে পায় মহিলার মৃতদেহ পড়ে আছে, পাশে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে। 

সকালে তাকে বিবস্ত্র ক্ষতবিক্ষত অবস্থায় তার মৃতদেহ বের করা হয়। 



এগুলো কারা করেছে ?
নিশ্চয় তার আশপাশের থাকা মানুষরূপী অমানুষগুলো। যারা সব সময় তার দিকে লুলুপ দৃষ্টি নিয়ে বসে ছিলো। সময় বুঝে তার সর্বস্ব কেড়ে নিলো। 

এ তো মাত্র সাম্প্রতিক দুটি উদারহরণ আমরা দেখতে পেলাম।

প্রায় জায়গায় ডাকাতির সময় ঘরের সুন্দরী যুবতীদের উপর ডাকাতদের কুনজর পড়ে। মান সম্মানের ভয়ে অনেকে বিষয়টি চাপা দিয়ে রাখেন। 

কিন্তু এটা তো সেই একাত্তর সালের পাকিস্থানীদের বর্বরতার সময় না।
একটি স্বাধীন দেশ।
তাহলে কেন ঘটছে এমন ঘটনা ?
এর দায়ভার কে নেবে? 
এর প্রতিকার ই বা কে করবে ?

এত লোমহর্ষক ঘটনা প্র্রতিনিয়ত ঘটছে আমাদের চারপাশে। 
শাসকগোষ্ঠী বা প্রশাসনের কাজ কি?
কেন তারা এগুলো দমন করতে পারছেন না। ?

ক্ষমতার প্রয়োজনে বিরোধীদলের নেতাকর্মীদের ক্রসফায়ার বা গুম করতে পারেন কিন্তু যারা প্রতিনিয়ত সমাজকে কলুষিত করছে তাদেরকে কি ক্রসফায়ার করা যায়না । 

তারা কোন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায় ?

একটি জলজ্যান্ত মানুষ নিখোঁজ হয় কিন্তু প্রশাসন তাকে খুঁজে বের করতে পারে না। তাহলে এত এত বাহিনী জনগণের টাকা দিয়ে পোষার প্রয়োজন কতটুকু। 

ভাবতে হবে আমাদের ।
পথ রুখতে হবে অপকর্মের যোগানের ।

বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ট রাষ্ট্র। কিন্তু এখানে ইসলামী অনুশাসন মানা যেন একটি অপরাধ। অথচ ইসলামী অনুশাসন যথাযথ প্রয়োগ করলে এগুলো অনেকাংশে দমন করা যেত। 

এই যে তরুণ প্রজন্ম পর্ণগ্রাফীর দিকে ঝুকছে। ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে সেটা এখন ডালভাত। বিজাতীয়  চ্যানেলগুলো দেখে আর পর্ণগ্রাফীর ছোয়ায় এদেশের  এক শ্রেনীর অমানুষ তা অনুশীলন করছে আমাদের সমাজে। আক্রান্ত হচ্ছে আপনার আমার পরিবার, ভাই, বোন কিংবা আত্মীয়স্বজন। 

জনগণ আইন কেন মানবে ? যদি সে আইন তাকে সুরক্ষা দিতে না পারে। 
জনগণ ট্যাক্স কেন দেবে? যদি তার জান মাল নিরাপত্তাহীনতায় থাকে। 

রাষ্ট্রীয় ও সামাজিকভাবে রুখে দাড়াতে হবে। 
নিশ্চুপ থাকা যাবেন না। নতুবা আগামীকাল আপনি আমি কিংবা আপনার আমার পরিবার বা আদরের ভাই বোনেরা সেই বর্বরতার শিকার হবে। 

আসুন সচেতন হই।
নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করি।
নিজ পরিবারকে সে শিক্ষা দেই।
নিজের ভাইবোনকে সে পথে চেলার প্রেরণা যোগাই। 
সমাজের অনাচার পাপাচারের বিরুদ্ধে সকলে আওয়াজ তুলি।

তবে ই কাল ভোর হলে হয়তো  আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বর্বরতা থেকে রক্ষা পাবে আপনার আমার পরিবার, ভাইবোন কিংবা আত্মীয়স্বজন। 

No comments

Thank You For your Comments.

Powered by Blogger.
(function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){ (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o), m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m) })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga'); ga('create', 'UA-127411154-1', 'auto'); ga('require', 'GTM-WSRD5Q2'); ga('send', 'pageview'); (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){ (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o), m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m) })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga'); ga('create', 'UA-127411154-1', 'auto'); ga('require', 'GTM-WSRD5Q2'); ga('send', 'pageview');